Craigslist W4M POST tutorial

আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি তা হল Craigslist W4M Posting। আমরা অনেকেই অনেক দিন ধরে ক্রেগলিস্টে কাজ করছি অথবা অনেকেই নতুন করে শুরু করতে চাইছি । Craigslist এর কাজ করতে কি কি লাগে তা তুলে ধরলাম ।***

ক্রেগলিস্ট কি ?
ক্রেগলিস্ট হল একটি অনলাইন বিজ্ঞাপন প্রচার নেটওয়ার্ক যা বিশ্বব্যাপী মুক্ত অনলাইন বিজ্ঞাপন প্রচার মাধ্যম হিসাবে কাজ করছে যেখানে রয়েছে একাধিক বিভাগ যেমন, জব, সেল, সার্ভিস, হাউজিং মোট কথায় বাসা ভাড়া থেকে শুরু করে আপনি আপনার অবসর বিনোদনের জন্য একজনকে খুজে নিতে পারেন ।
আমাদের কাজের জন্য যা যা দরকার :
*১.প্রথমে Pc তে নতুন করে Windows দিতে হবে ।এবং W4M Posting এর জন্য Windows Customize করে দিতে হবে । একাধিক ওয়েব ব্রাউজার দরকার একসাথে একাধিক মেইল ওপেন রাখার জন্য । তবে সর্বনিম্ন ২ টি ব্রাউজার হলেও কাজ করা যাবে। আপনি Google Chrome,Commet Bird,Comodo Dragon, Mozilla FireFox) ব্যবহার করতে পারেন।
*২. W4M Posting এর জন্য Gmail এর একটি মাদার মেইল দরকার।এবং W4M Posting এর জন্য Gmail/Yahoo/Mail. com/Outlook/Hotmail/Aolmail /etc…. এর PVA মেইল অ্যাকাউন্ট (USA এর নাম ভিত্তিক) দরকার।
W4M কাজের জন্য PVA মেইল তৈরি হয়ে গেলে মেইলটিকে অবশ্যই মাদার মেইল এ ফরওয়ার্ড করে দিতে হবে ।
মনে রাখতে হবে W4M পোস্ট করার ক্ষেত্রে প্রতিটি PVA মেইল কাজ শুরু করার আগে আমরা যে সিটিতে কাজ করবো তার আইপি দিয়ে তৈরি করতে হবে| অথবা USA এর বিভিন্ন CITY এর PVA কিনতে পাওয়া যায়।W4M এ পোস্ট করার ক্ষেত্রে আগে থেকে মেইল তৈরি করে রাখা যেতে পারে এবং W4M এর জন্য অবশ্যই মেয়েদের নামে মেইল তৈরি করতে হবে।
প্রথমে আপনার কম্পিউটার এ একাধিক ব্রাউজার থাকতে হবে । আইপি Change করার জন্য একটি software লাগবে । তারপর USA এর আইপি এবং PVA মেইল অ্যাকাউন্ট লাগবে ।
আপনি আপনার Computer এর আইপি পরিবরতন করার জন্য Socks Escort নামক একটি Software Google থেকে Dowmload করে নিতে পারবেন । Download করার পর জিপ ফাইলটিকে আনজিপ করে করে নিতে হবে । তারপর আপনার ক্রয়কৃত আইপির আইডি এবং পাসওয়ারড দিয়া লগিন করতে হবে ।
লগিন করার পর World অনেক Country নামসমূহ আসবে । তারপর আপনি USA এর উপর ক্লিক করুন । এবার আপনার সামনে USA এর বিভিন্ন State এর আইপি আসবে । তারপর আপনি যে State এ কাজ করতে চান তার উপর ক্লিক করুন । তারপর ঐ State এর বিভিন্ন সিটির আইপি গুলো দেখতে পারবেন ।
এবার আপনি ভাল মানের আইপি সিলেক্ট করে তার উপর Right বাটনে ক্লিক করে Obtair to> Dafault এ ক্লিক করতে হবে । এবার আমরা এর নিচের দিকে সবুজ আলো দেখতে পারব ।এখন বুজতে পারব কাজ করার জন্য উপযোগি হইছে। আর আইপি check করার জন্য আপনি ব্রাউজার এ গিয়ে লিখুন http://www.ip-score.com / http://www.check2ip.com আর তখন আপনার আইপি দেখতে পারবেন। আর আইপির Uptime 03:00:00 থেকে 10;00:00 কিনা দেখে নিতে হবে। কারণ এগুলো ভাল মানের আইপি।
সক্স ওপেন এবং প্রক্সি চালুর নিয়ম:
এবার দেখা যাক কিভাবে আপনি ইউএসএ আইপি ব্যবহার করার জন্য সক্স চালু করবেন
*১. প্রথমে আপনাকে আপনার সক্সের জিপ ফাইলটি আনজিপ করে নিতে হবে।
*2. এবার আনজিপ হলে সেটিকে শর্টকাট করে ডেস্কটপে নিতে হবে কেননা এটি পোর্টেবল । এর জন্য সবুজ চিহ্নিত Socks escort আইকন এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করে Send To > Desktop (create shortcut icon) এ ক্লিক করুন। ।
*৩. এবার ডেস্কটপে সক্সের আইকনটিতে ক্লিক করতে হবে। লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। প্রবেশের পর বিভিন্ন দেশের নাম থেকে United States এ ক্লিক করুন।
এবার নিচে ইউএসএ এর বিভন্ন State দেখতে পাবেন এবং সেই State এ কয়টা প্রক্সি আছে সেটি দেখতে পারবেন। এবার আপনি যে State এ পোস্টিং করতে চান সেই State এ ক্লিক করুন। এরপর আপনি ঐ State এর সকল সিটি এর আইপি দেখতে পাবেন, এবার আপনি যে আইপি তে কাজ করতে চান সেই আইপিতে রাইট বাটন ক্লিক করে চালু Obtain To > Default profile এ ক্লিক করতে হবে।
এবার আমরা সক্স এর নিচের দিকে দেখতে পাব একটি সবুজ লাইট অন হয়ে গেছে, তার মানে সক্সটি এখন কাজ করার জন্য প্রস্তুত।
যদি একটি ভালো মানের আইপিতে কাজ করতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে সেই আইপি এর পিং রেট 100ms থেকে 150ms এর মধ্যে আছে কিনা এবং ঐ একই আইপি এর Uptime 03:00:00 থেকে 10:00:00 আছে কিনা। এইসকল রেঞ্জ এর মধ্যে থাকা আইপি গুলোর স্পীড বেশি হয় এবং লাইভ হবার সম্ভাবনা বেশি থাকে। আর আইপি check করার জন্য আপনি ব্রাউজার এ গিয়ে লিখুন http://www.ipscore.com / http://www.check2ip.com আর তখন আপনার আইপি দেখতে পারবেন।
মাদার মেইলঃ
মাদার মেইল হল সেই ইমেল যে ইমেইল এ আপনার সকল প্রয়োজনীয় মেইল যেমন লিংক কনফার্মেশন, লিড, লাইভ এর মেইল গুলো আসবে সেটি।এই ইমেইল এ ফিল্টারিং এর মাধ্যমে শুধু মাত্র আপনার লিড গুলো আসবে। এবং আপনি এখান থেকেই বুঝতে পারবেন যে আপনার মোট কতটি লিড এসেছে।
লিডঃ
আপনার লাইভকৃত পোস্ট এ যদি কেউ রিপ্লে দেয় তাহলে সেই রিপ্লে প্রথমে আপনার PVA মেইল এ আসবে এবং সেখান থেকে তা ফরওয়ার্ড হয়ে আপনার মাদার মেইল এ আসবে। তার মানে হচ্ছে যে প্রতিটি রিপ্লেই মানে হল এক একটি লিড, এ ধরনের ১০০০ টি রিপ্লেকে আমরা 1K বলে থাকি। প্রতিটি লিড এর জন্য আপনি Pament পাবেন।আপনার যত বেশি পোস্ট লাইভ হবে আপনার লিড এর পরিমান তত বেশি হবে।
*পোষ্ট করার নিয়ম:
এখন আমরা দেখব কিভাবে পোস্ট দিতে হবে ।
1. প্রথমে আপনাকে USA এর যে সিটি এর PVA মেইল সেই সিটি এর ভাল মানের আইপি সিলেক্ট করতে হবে।
 
2. আইপি check করার জন্য আপনি ব্রাউজার G গিয়ে লিখুন http://www.ip-score.com / http://www.check2ip.com আর তখন আপনার আইপি দেখতে পারবেন।
 
3. এবার ব্রাউজার এ http://www.craiglist.org এ্ website এ গিয়ে W4M সেকশনে কাজ করতে Personal/Romance সেকশনে গিয়ে casual encounters > w4m >উপরে কোনায় Post > personal/romance >Continue> casual encounter (no strings attached) > Continue > a woman – a man এ্ টিক দিয়ে> Continue > করলে w4m সেকশন এ্রর একটি ফর্ম আসবে। ঐ ফর্ম এ আপনার পোস্ট এর PVA ইমেইল, Title , পোস্ট এর Body, লোকেশন, ZIP code দিয়ে পুরন করতে হবে।
4.তারপর নিচের দিকে Continue বাটনে ক্লিক করুন। তারপর Post এর Draft এ্র একটি পেজ আসবে| তারপর Publish বাটনে ক্লিক করুন। আপনার PVA মেইল এ Confermation মেইল আসবে ।
5.তারপর PVA মেইল Open করে confirmation link এ ক্লিক করুন। তারপর একটি পেজ আসবে সেখানে দেখতে পাবেন Acept terms and codition তারপর Acept এ ক্লিক করুন। তারপর craiglist আপনাকে পোস্ট এ্রর একটি link দিবে ।আপনার পোস্ট টি লাইভ হয়েছে কিনা link টি 2.30 মিনিট পর check করলে দেখতে পাবেন । আর যে সব state এ জনগন কম সে সব City তে মূলত পোস্ট বেশি লাইভ হয়। আর ভাল কোন City তে পোস্ট লাইভ করতে আপনাকে ভাল PVA Use করতে হবে। আর আপনাকে Must be ধৈয সহকারে পোস্ট দিতে হবে যে পর্যন্ত পোস্ট লাইভ না হয়।
Post (flag) ফ্ল্যাগঃ
Flag মানে হল আপনার লাইভকৃত পোষ্টকে ডিলিট করে দেয়া। যখন ক্রেগলিস্ট এর মোডারেটর দেখে যে আপনার পোস্টিং এ স্প্যামিং হয়েছে বা পোস্টিং উপযুক্ত নয় তখন তারা সেই লাইভকে ডিলিট করে দেয়, আর এটাই হল ফ্ল্যাগ।

 

***পোস্ট ফ্ল্যাগ না হওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস***

ক্রেগলিস্ট এ পোস্ট করার সময় যে সমস্যা সবচেয়ে বেশি হয় সেটি হল দ্রুত ফ্ল্যাগ হয়ে যাওয়া। এর কারনে কাঙ্ক্ষিত লিড থেকে আমরা বঞ্চিত হয়ে থাকি, তাই আপনি যত বেশি সময় ধরে আপনার পোস্ট লাইভ রাখতে পারবেন ততো বেশি লিড আসবে,
আসুন দেখি নেই কিভাবে আপনি এই ফ্ল্যাগ থেকে মুক্তি পাবেন।
1. বিরত থাকুন কপি পেস্ট এড থেকে। কপি পেস্ট এড ক্রেগলিস্টের এড ফ্ল্যাগ হবার সবচেয়ে বড় কারন। আপনি যদি অন্য কারো এড কপি করে নতুন এড পোষ্ট করে তাহলে আপনার ফ্ল্যাগ হবার সম্ভবনা 90% কারন সেটি ক্রেগলিস্টের পলিসিতে দেয়া্ আছে। আপনি যদি অন্য কারো এড কপি করে নতুন এড পোষ্ট করতে চান তাহলে কমপক্ষে 60% Edit করতে হবে।
2. ধৈর্য্য ধারন করে কাজ করতে থাকুন, যতক্ষণ পর্যন্ত লাইভ না হয় ততোক্ষন ধৈর্য্য সহকারে পোস্ট করতে থাকুন। কারন ধৈর্য্য ছাড়া ক্রেগলিস্ট এ কাজ করে সফল হওয়া যায় না।
3. নিজে নিজে অ্যাড লিখে পোস্ট করার চেষ্টা করুন। এবং আকর্ষণীয় টাইটেল দিতে পোস্ট করুন। সেক্ষেত্রে লিড পাওয়ার সম্ভবনা খুবই বেশি থাকে।
4. আপনার ইমেইল সহ সকল তথ্য নিয়মিত সংরক্ষণ করুন।
5. প্রতিদিনের বায়ারের টার্গেট পূরণ করার চেষ্টা করুন।
6. একই সিটিতে ৩ বার এর বেশি লাইভ করানো থেকে বিরত থাকুন।
7. W4M এর লাইভ এর জন্য সবচেয়ে ভালো সময় বাংলাদেশের জন্য ভোর ০4 টা থেকে সকাল ১০ টা এবং সন্ধ্যা ০৫ টা থেকে রাত ১2 টা। তাই চেষ্টা করুন এই সময়ের মধ্যে পোস্টিং করা ও লাইভ করানোর জন্য। তাহলে আপনি সবচেয়ে বেশি লিড পেতে পারেন।
8. W4M এর লিড বেশি হয় এবং একসাথে অনেক লিড পাওয়া যায়,কিন্তু W4M এর ফ্ল্যাগ বেশি হয়।
9. সক্স ব্যবহারে মিতব্যায়ি হোন । অযথা বার বার আইপি চেঞ্জ করবেন না। এতে করে আপনার জন্য বরাদ্দকৃত আইপি এর পরিমান কমে যেতে পারে, তাছাড়া ক্রেগলিস্ট বাদে ঐ আইপি দিয়ে অন্যকাজ করবেন না।
10. সক্সে যদি কোন সমস্যা হয় তাহলে লগ আউট করে পুনরায় লগইন করুন। তাতেও যদি না হয় তাহলে পিসি রিস্টার্ট দিন।
11. সক্স চালানো এবংW4M Posting এর জন্য উইন্ডোজ 7/8.1/10 ব্যবহার করুন।
যারা সম্পূর্ণ নতুন তাদের কাজ করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে তবে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে কিছুটা সাহায্য নিলে আশা করি কোন সমস্যা হবে না । আমাদের টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে পড়ার জন্যা ধন্যবাদ।
কোন সমস্যা হলে যোগাযোগ করুন:
মোবা: 01862-945702
           01990-095074
skype: haroprosad
Meet: 51 Jaidur Rahaman Sarak, Khulna
Facebook: https://www.facebook.com/haroprosad